শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ক্যামব্রিয়ান স্কুলের পিকনিকে গিয়ে নদীতে নেমে ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ০০:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

ক্যামব্রিয়ান স্কুলের পিকনিকে গিয়ে নদীতে নেমে ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নারায়ণগঞ্জ শাখার পিকনিকে গিয়ে এক ছাত্রের মৃত্যু ঘটেছে। নিখোঁজ ছিল আরো একজন। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যামব্রিয়ান হতে বৃহস্পতিবার জাহাজ যোগে চাঁদপুর মোহনপুর এলাকাতে পিকনিকে যায়। সেখানে চাঁদপুর মোহনপুরে এলাকাতে নোঙর করে। ওই সময়ে দশম শ্রেণীর কয়েকজন ছাত্র নদীতে নেমে গোসল করতে যান। সকলে তীরে উঠে আসলেও নিখোঁজ ছিল দুইজন। দুপুর ১টায় সামস নামের একজনের মরদেহ ভেসে উঠে। সে ক্যামব্রিয়ানের দশম শ্রেণির ছাত্র। তার বাসা ফতুল্লার পুলিশ লাইন এলাকাতে। এছাড়া সুস্মিত নামের আরো একজনের নিখোঁজ ছিল। তার বাসা ফতুল্লার ভূইগড় রূপায়ন টাউনে।

মোহনপুর নৌ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাবুল বালা জানান, একজনকে হাসপাতালে ও অপর একজন নিখোঁজ রয়েছে শুনেছি। 

নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইউম জানান, একজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা জানান, একজন মারা গেছেন। বাকিরা নিরাপদে আছেন।