শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ৫০৮ শিক্ষার্থী পেল ৪৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৪, ২ এপ্রিল ২০২৩

আপডেট: ২২:৪৪, ২ এপ্রিল ২০২৩

নারায়ণগঞ্জে ৫০৮ শিক্ষার্থী পেল ৪৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

শিক্ষাবৃত্তির চেক বিতরণ

নারায়ণগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃক শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার ২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিএসসি) ১০জন, জেএসসি ৩জন, এসএসসি ৬২জন, এইচএসসি’র ৪জনসহ মোট ৭৯জন শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। অদ্যাবধি দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কর্তৃক গত এক বছরের ব্যবধানে ৫০৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ লাখ ৮৯ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।  

এসময় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের পরিচালক (ঋন কার্যক্রম) মোঃ সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর নির্বাহী পরিচালক ডাঃ দিবালোক সিংহ, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ ইসমত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব আল রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক ডিএসকে সুমন হালদার। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নারায়ণগঞ্জ কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান।

আমিনুর রহমান জানান, পিএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ৮ হাজার টাকা, জেএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ১০ হাজার টাকা, এসএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ১২ হাজার টাকা ও এইচএসসি শিক্ষার্থীদের প্রতিজনকে ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।