শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গান গাইতে গাইতে চলে গেলেন সঙ্গীতশিল্পী কেকে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০০, ১ জুন ২০২২

গান গাইতে গাইতে চলে গেলেন সঙ্গীতশিল্পী কেকে

কৃষ্ণকুমার কুন্নথের

কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের কেকে (৫৩) মারা গেছেন।  

মঙ্গলবার (৩১ মে) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে মারা যান তিনি।

রাতে নজরুল মঞ্চে তাঁর অনুষ্ঠান ছিল। গান শেষে সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। কিন্তু ছবি তুলতে চাননি সংগীত শিল্পী। এরপর অসুস্থ হয়ে পড়েন সংগীত শিল্পী কেকে (KK) তথা কৃষ্ণকুমার কুননাথ। এরপর তাঁকে কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  

তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার মুম্বাই থেকে নিজের দল নিয়ে কলকাতায় আসেন তিনি।  অনু্ষ্ঠানের আয়োজক তোচন ঘোষ কেকে-কে কলকাতায় নিয়ে আসেন। আগামিকাল তাঁর আরও একটি শো করার কথা ছিল।