
বাড়িতে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় রহস্যজনক আগুনে ৮টি টিনের ঘর পুড়ে ছাই হয়েগেছে। রোববার রাত ৮টায় ফতুল্লার দক্ষিন শিহাচর এলাকায় আলী আকবরের স্ত্রী রহিমা বেগমের ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে।
রহিমা বেগমের বোন ফাতেমা বেগম জানান, ৮টি টিনের তৈরি ঘরে গার্মেন্টস শ্রমিকরা ভাড়া থাকেন। রাত ৮টার সময় বিদ্যুৎ ও গ্যাস ছিলোনা। ওই সময় হঠাৎ বাড়ির কোন একটি রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে ৮টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এমধ্যে রুমে বসবাসরত সকলেই দুরে সরে যাওয়ায় কেউ আহত হয়নি। তবে কারো ঘরের কোন আসবাবপত্র বের করতে পারেনি।
তিনি আরো জানান, বাড়ির পাশে একটি রপ্তানীমুখী পোষাক কারখানা থেকে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।