রোববার, ১০ ডিসেম্বর ২০২৩

|

অগ্রাহায়ণ ২৫ ১৪৩০

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৮৫ শতাংশ ফ্যাক্টরি নতুন বেতন বহন করতে পারবেনা : হাতেম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩২, ৯ নভেম্বর ২০২৩

আপডেট: ১৫:০১, ৯ নভেম্বর ২০২৩

৮৫ শতাংশ ফ্যাক্টরি নতুন বেতন বহন করতে পারবেনা : হাতেম

ফাইল ছবি

বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, যে বেতন নির্ধারিত হয়েছে এটা আমাদের প্রত্যাশার অনেক বাইরে। অনেক ফ্যাক্টরি এই বেতন বহন করতে পারবে না। আমি মনে করি ৮০ থেকে ৮৫ শতাংশ ফ্যাক্টরি এটা বহন করতে পারবে না। অনেক ফ্যাক্টরি এই স্যালারি বহন করতে না পেরে বন্ধ হয়ে যাবে।

গার্মেন্টস শ্রমিকদের নতুন নূন্যতম বেতন নির্ধারণের বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ডিসেম্বর থেকে এটা কার্যকর করার কথা বলা হয়েছে। ডিসেম্বর জানুয়ারি এমনকি মার্চ পর্যন্ত আমাদের যে কার্যাদেশ এটা আমরা নেগোসিয়েট করে ফেলেছি আরও আগে।

শ্রমিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, শ্রমিক নেতারা যারা কথা বলেন তাদের গায়ের ওপর দিয়ে তো যাবে না। কারণ তারা তো পরের ধনে পোদ্দারি করেন। এটা যাবে আমাদের ওপর দিয়ে, পুরো ইন্ডাস্ট্রির ওপর দিয়ে। তাদের ইনকাম কী। তারা যে কথা বলে, আমরা মালিক আমরা ইন্ডাস্ট্রি চালাই শ্রমিক চালাই। আমরা বিকেএমইএ বিজিএমইএ'র নেতৃত্ব দেই। আমরা উড়ে এসে জুড়ে বসিনি।