শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বাবাকে বুকে জড়িয়ে, বাবার হাতটি ধরে...

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪১, ৪ মে ২০২২

বাবাকে বুকে জড়িয়ে, বাবার হাতটি ধরে...

বাবাদের হাত ধরে ছোট শিশু

নারায়ণগঞ্জে ঈদগাহে টানা দুই বছর পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেই নামাজে সকাল থেকে দেখা গেছে ছোট ছোট বাচ্চাদের বাবার হাত ধরে আসতে।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ঈদগাহ ময়দান পরিপূর্ণ হয়ে নামাজের সারি চলে এসেছিল জামতলা এলাকায়। সেই ঈদগাহে দেখা গেছে বাবাদের হাত ধরে ছোট ছোট শিশুদের ঈদগাহে আসতে।

নামাজ শেষে এসব শিশুরা বাবাকে জড়িয়ে ঈদ মুবারক জানিয়েছেন এবং কোলাকুরি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বাবার হাতটি ধরে অনেকের ছিল এটি প্রথম ঈদ। 

এমনি প্রথম ঈদ শেষে ঈদগাহে অন্যদের দেখে নিজের বাবাকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে এক বাবাকে। শহরের জামতলার বাসিন্দা আফজাল হোসেন নামে সেই বাবা জানান, গত দুই বছর সন্তানকে নিয়ে ঈদগাহে আসতে পারিনি। পৃথিবী অসুস্থ ছিল, ভেবেছিলাম আর সুস্থ হয় কিনা। আমার সন্তানের ঈদগাহে এটি প্রথম ঈদের নামাজ। আজ ঈদগাহে সন্তানকে নিয়ে নামাজ পড়তে পেরে চোখের কোনে অশ্রু চলে এলো। আল্লাহ সবকিছু মালিক।