শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৩ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২৩:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (আইজিপি)

বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরানো প্রতিষ্ঠান। প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। সে চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা সামর্থ্য আমাদের রয়েছে। সেটা দিয়েই যেকোন চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করি।

সেমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল যেকোন শান্তিপূর্ন কর্মসূচি করবে। তবে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করে, মানুষের ওপর আক্রমণ বা কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় আমরা ব্যবস্থা নেব। অতীতে যেভাবে আমরা কাজ করেছি আগামী দিনেও যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জবাসী অতীতে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যেভাবে সহযোগীতা করেছে ভবিষ্যতেও সেভাবে সহযোগীতা করবে।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।