রোববার, ১১ মে ২০২৫

|

বৈশাখ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিকেএমইএ’র নির্বাচনে বিজয়ী হাতেমের প্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ১০ মে ২০২৫

বিকেএমইএ’র নির্বাচনে বিজয়ী হাতেমের প্যানেল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ব্যাবসায়ী সংগঠন বিকেএমইএ'র নির্বাচনে ব্যাবসায়ী নেতা ও সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) রাতে বিকেএমইএ'র নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিকেএমইএ'র নির্বাচনের ভোটগ্রহণ চলে। ঢাকার বাংলামোটর ও নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনের দুটি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫৭২ ভোটের মধ্যে ৪৩১টি ভোট পড়েছে। 

নির্বাচনে বিকেএমইএ'র ৩৫ পরিচালক পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন। এর মধ্যে ৩৫ টি পদেই হাতেমের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর বাইরে পরিচালক পদে তিন জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নেন। তারা পরাজিত হয়েছেন।

নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাতেম বলেন, তাদের আমার বিরুদ্ধে প্যানেলে আসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা আমার প্রতি সম্মান দেখিয়ে সমর্থন দেখিয়ে তারা নির্বাচনে আমার বিরুদ্ধে দাঁড়াননি। এটা বিগত দিনে আমি যে সার্ভিস দিয়েছি সেই সার্ভিসেরই ফল।

তিনি আরও বলেন, নির্বাচনটা দুটি প্যানেলের প্রতিযোগীতা হলে আরও ভাল হত, সুন্দর হত। আমি কৃতজ্ঞ আমার মেম্বার ও ভোটারদের প্রতি। আমি যাদের সবটা উজার করে দিয়ে এতবছর সার্ভিস দিয়েছি।