বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মার্কেট বন্ধ হলেও খোলা ফুটপাতের অস্থায়ী দোকান, জ্বলছে বাতিও

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৩৮, ২২ জুন ২০২২

মার্কেট বন্ধ হলেও খোলা ফুটপাতের অস্থায়ী দোকান, জ্বলছে বাতিও

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮ টার পর মার্কেট দোকান বন্ধ হলেও শহরের ফুটপাতে বসা অস্থায়ী দোকান ও হকারা দোকান বন্ধ করছেন না। তাদের দোকানে জ্বলছে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে জ্বালানো বাতি। 

মঙ্গলবারে (২১ জুন) রাতে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এসময় দেখা যায়, অস্থায়ী হকাররা তাদের দোকান খুলে বেচাবিক্রি করছেন। তবে মার্কেটগুলোতে পুলিশ সদস্যরা এসে বন্ধ করে বলে যাওয়ায় তারা ৮টার পর পরই বন্ধ করে দেন দোকান। 

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ে এমন নির্দেশনা থাকলেও অবৈধ বিদ্যুৎ নিয়ে হকারদের এভাবে অস্থায়ী দোকান খুলে রাখায় প্রশ্ন উঠেছে তাহলে মার্কেট খোলা রাখতে সমস্যা কোথায়।

নাম প্রকাশ না করে এক হকার জানান, সামনে ঈদ এখন যদি একটু দোকান না খুলি তাহলে কিভাবে। দিনের বেলায় আমাদের বসতে দেয়ানা। আমরা আসি সন্ধ্যার দিকে। তাই আমরা একটু ৯ টা ১০ টা পর্যন্ত ক্রেতা থাকতে থাকি। বিদ্যুতের জন্য তারা টাকা দেন বলেও জানান।