মঙ্গলবার, ১৩ মে ২০২৫

|

বৈশাখ ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপ পরিদর্শক ইয়াউর রহমান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৯, ১৬ মার্চ ২০২৩

আপডেট: ১৫:৫৫, ১৬ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপ পরিদর্শক ইয়াউর রহমান 

ফাইল ছবি

২০২৩ সালের ফেব্রুয়রি মাসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ উপ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানার মো: ইয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের হাত থেকে ইয়াউর রহমানের অনুপস্থিতিতে তার হয়ে ক্রেস্টটি গ্রহন করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

পুরস্কৃত হওয়া মো: ইয়াউর রহমান জানান, আমি বিশ্বাস করি কাজ করলে তার ফল পাওয়া যায়। পুলিশ ও জনতার মেলাবন্ধন অত্যন্ত জরুরী। আমি আমার ক্রেস্ট পাওয়াতে আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা স্যারকে ধন্যবাদ জানাই। তার দিক নির্দেশনায় এবং আমার সহকর্মীদের সহায়তায় নিজের দায়িত্ব নির্ভুলভাবে পালন করার চেষ্টা করেছি। যার ফলে এটি সম্ভব হয়েছে। আমি ছুটিতে থাকায় নিজে ক্রেস্টটি গ্রহন করতে পারিনি।