ফাইল ছবি
শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা, বেদীতে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা।
বুধবার ২১ ফেব্রুয়ারি ৯ টায় চাষাড়ায় অবস্থিত শ্রী শ্রী গোপাল জিওর মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও প্রার্থনা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয়, শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পষ্ট অর্পণ করেন নেতৃবৃন্দরা।
পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক কুমার দে এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা শংকর কুমার দে ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে দেশ ভাগ, এরপর ১৯৫০ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সূত্রপাত, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মোহাম্মদ আলী জিন্নাহর বিরোধিতা উর্দূকে রাষ্ট্রভাষা ঘোষণা করে বাংলায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার পায়তারা, এবং সব শেষ ১৯৫২ সালে বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র আন্দোলন একুশে ফেব্রুয়ারি মিছিলে গুলিতে সালাম রফিক জব্বার সহ নাম না জানা অনেকের নিহত হওয়ার ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন। এ সময় বলেন পৃথিবীতে একমাত্র বাংলাদেশের মানুষ মুখের ভাষার জন্য রক্ত দিয়েছেন, এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনই পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও নির্যাতনের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামের রূপ নেয়। আমাদের সকলের উচিত ভাষার জন্য রক্ত দেওয়া শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতৃবৃন্দদের নিয়ে চাষাড়ায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি হিন্দু নেতৃবৃন্দরা। এ সময় তারা স্লোগান দেন ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্ম নিয়ে রাজনীতি চাইনা চাইনা।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তিলত্তমা দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দুলাল দাস, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল,সহ কোষাধ্যক্ষ শান্তি দাস, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, , মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি মদন মোহন দাস, দুলাল দাস, সহ সভাপতি রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শংকর রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, সহ- সাংগঠনিক সম্পাদক সঞ্চয় কুমার সাহা, কোষাধ্যক্ষ তপন ধর, সদস্য রাজিব দাস ভৌমিক, মানিক রাম কানু, লিটন সরকার, বিশ্বজিত ঘোষ, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, সহ হ সভাপতি বিমল চৌধুরী, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, ১৩নং ওয়ার্ডের আহবায়ক পঙ্কজ সাহা, ১৪নং ওয়ার্ডের সদস্য ত্রিনাথ সাহা, গোবিন্দ দাস, অভিরাম সূত্রধর, বিধু হালদার, সুখ রঞ্জন আইস, ১৮নং ওয়ার্ডের লক্ষন দাস, স্বপন রবি দাস, প্রসনজিত, কার্তিক, মনিরাম দাস, বিজয় দাস কাব্য, মহানগর যুব পরিষদের আহ্বায়ক শ্রী সঞ্জিত কুমার, সদস্য সচিব পলাশ চন্দ্র রায়, সদস্য সুদীপ দাস সুদীপ্ত, আকাশ সাহাসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।