সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ: ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ২২ ডিসেম্বর ২০২৫

ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ: ডিসি

জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেছেন, ফিটনেসবিহীন গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ। এ গাড়িগুলো যে রাস্তায় চলে এগুলো দমন করতে হবে। তাহলে এ যানবাহন গুলো নিয়ন্ত্রণে থাকবে। যাত্রী ও চালকেরা সেফ থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে শহরের শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানির শিক্ষা উভয়েরই দরকার রয়েছে। তাহলে অবশ্যই আমাদের দুর্ঘটনার হার কমবে। আমাদের দক্ষতার দরকার আছে৷ একজন আমরা বিআরটিএর সাথে কাজ করছি।

তিনি আরও বলেন, যারা এখনও প্রশিক্ষণের আওতায় আসেননি তাদের নিয়ে আমরা কাজ করবো৷ আমাদের সচেতনতা দুই পক্ষ থেকেই প্রয়োজন। যারা গাড়ি চালাবে তাদেরও এবং যারা পথচারী তাদেরও। আমরা ব্যাস্ততা দেখাই। জীবনের ওপরে তো কোন ব্যাস্ততা থাকতে পারে না।

তিনি বলেন, আমরা আপনাদের নিয়ে সচেতনামূলক কর্মসূচি পালন করবো৷ পাশাপাশি আমরা আইনগত ব্যাবস্থাও নেবো। লাইসেন্স না পাওয়া পর্যন্ত চালকদের হাতে স্টেয়ারিং দেয়া যাবে না। ভালবাসার জায়গায় ভালবাসা। তবে আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু আইনের প্রয়োগ দরকার আমরা ততটুকু প্রয়োগ করবো।

তিনি আরও বলেন, দুর্ঘটনা সব জায়গায় হয় না। কিছু জায়গা আছে যেখানে বারবার দুর্ঘটনা হয়। আমরা এগুলো চিহ্নিত করে সকলকে সচেতন করতে কাজ করছি।