শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বৃষ্টিতে জলাবদ্ধতা, প্রধান সড়কে পানি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৬, ২৮ মে ২০২৪

আপডেট: ১৪:২৯, ২৮ মে ২০২৪

নারায়ণগঞ্জে বৃষ্টিতে জলাবদ্ধতা, প্রধান সড়কে পানি

চাষাঢ়া

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নারায়ণগঞ্জে সকাল থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ প্রধান সড়কগুলোতেও জলাবদ্ধতা দেখা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) শহরের চাষাঢ়া এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব বেশি বৃষ্টি না হলেও ভোর হতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয় নারায়ণগঞ্জে। বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতাও বৃদ্ধি পায়।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পানি জমে চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দুপুর নাগাদ অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি। এসময় বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতা উভয়ই বাড়তে পারে। এতে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।