ফাইল ছবি
নারায়ণগঞ্জে ৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নারায়ণগঞ্জ শহরে ট্রাফিকসহ নানান অব্যাবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ শহরের সড়কে বিশৃঙ্খলা নিরসনে ট্রাফিক কন্ট্রোলের পাশাপাশি শহরে সদ্য সমাপ্ত আন্দোলনের পর সড়কে ময়লা পরিষ্কারে রাস্তায় দেখা গেছে শিক্ষার্থীদের।
অন্যদিকে ৫ আগষ্ট রাত থেকেই শহরের মন্দির, ডিসির বাসভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনা দুর্বৃত্তদের হাত থেকে রক্ষার্থে দুই দিন যাবৎ পাহাড়া বসিয়ে রেখেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ আগষ্ট) শহরের চাষাঢ়া ও আশেপাশের এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
বুধবার সকাল থেকেই শহরের চাষাঢ়া এলাকায় বিজয় স্তম্ভসহ আশেপাশের দেয়াল লিখন পরিষ্কার করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এছাড়ায় সড়কে পড়ে থাকা নানান আবর্জনা পরিষ্কার করতে কাজ করেছেন শিক্ষার্থীরা।
এছাড়াও গত মঙ্গলবার থেকে শহরের চাষাঢ়া থেকে দুই নং রেলগেট এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক কন্ট্রোল করতে নিরলস ভাবে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের।
এসময় সড়কে চলাচলকারী পথচারী থেকে শুরু করে রিক্সাচালক, বাস-ট্রাক ড্রাইভাররা শিক্ষার্থীদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে।
৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের খবরের পরপরই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বিজয় উল্লাসের পাশাপাশি একটি মহল লুটপাটে মেতে ওঠে। এসময় থানা, এসপি-ডিসি অফিস, পুলিশ লাইন্সসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় নিরাপত্তাহীনতায় পড়ে। এমন অবস্থায় নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এগিয়ে আসেন।
সরকার পতনের পর পুলিশ সংকটে রাতভর জেলা প্রশাসকের বাস ভবন পাহাড়া দিতে দেখা যায় মহানগর যুবদলের নেতাকর্মীদের। এছাড়াও বিভিন্ন সরকারি স্থাপনায় পাহাড়া দিয়ে যাচ্ছেন তারা।
এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় সুরক্ষা দিতে বিশেষ পাহাড়া দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। ৫ আগষ্ট সন্ধ্যার পর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ শহরের মন্দিরগুলোতে পাহাড়া বসানোর ব্যাবস্থা করেন। রাতভর নিজে ঘুরে ঘুরে মন্দিরগুলো পরিদর্শন করেন তিনি।
এদিকে গত মঙ্গলবার (৬ আগষ্ট) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সাথে নারায়ণগঞ্জ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতবিনিময় সভায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বশক্তি নিয়োগের আশ্বাস দেন বিএনপি নেতাকর্মীরা।