
ফাইল ছবি
দৈনিক খবরের পাতা ফটো সাংবাদিক শিপন আহম্মেদ স্টোক করে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজা মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে( দেওভোগ লেকপাড় শুক্কুর কারী মসজিদ) দেওভোগ বড় জামে মসজিদ এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এবং শিপন আহমেদের পৈত্রিক বাড়ি দক্ষিণ নলুয়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা (দুপুর -১টা ) বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।