সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিত্তবান হলেই ঢাকা চলে যায়: দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ১২ অক্টোবর ২০২৫

বিত্তবান হলেই ঢাকা চলে যায়: দিপু

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ একটি সম্ভাবনাময় জায়গা। ব্যবসা করার জন্য এবং মানুষের সেবা দেয়ার জন্য। নারায়ণগঞ্জ ঢাকার খুব কাছের একটি জেলা। কিন্তু দুঃখের বিষয় হলো যারাই একটু অর্থবিত্তশীল হয়ে উঠছে বা যারা একটু ভালো অবস্থায় চলে যাচ্ছে তারাই ঢাকামুখী হয়ে যায়। এটা আমাদের জন্য দূর্ভাগ্য। 

রোববার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জে রিয়েলস্টেট এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে ভালো মানের কোন স্কুল নেই, ভালো মানের কোন কলেজ নেই, ভালো মানের কোন হাসপাতাল নেই। এর কারণেই যাদের অর্থ আছে তারা নারায়ণগঞ্জ ছেড়ে চলে যাচ্ছে। নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। নারায়ণগঞ্জে রিয়েল এস্ট্যাটের মার্কেট যেটা আছে সেটা ঢাকার চেয়ে ভালো হবে। 

এসময় তিনি রিয়েল এস্ট্যাট এন্ড ডেভলপার এ্যাসোসিয়েশন কর্মকর্তাদের বলেন, আপনারা যদি গুণগতমান বজায় রাখেন তাহলে নারায়ণগঞ্জে ভালো অবস্থান তৈরি করতে পারবেন। যদি কখনও কখনও কিছুটা লসও হয় তবুও বলবো কাজের গুণগতমান কখনই খারাপ করা যাবে না।