
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, জুলাইয়ে মানুষ জীবন দিয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানাতে চাই নারায়ণগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামী কখনও জনগণের টাকা মেরে খাবে না। আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।
রোববার (১২ অক্টোবর) পাঁচ দফা দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
তিনি বলেন, পিআর নিয়ে আমাদের নায়েবে আমীর বলেছেন একসময় জামায়াতে ইসলামী মানুষের অধিকার নিশ্চিতে বলেছিল নিরপেক্ষ সরকার থাকলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। সেসময় তারা বুঝেনি। তবে পরবর্তীতে আওয়ামী লীগ ও বিএনপি এ দাবী মেনে নিয়েছে।
এখন অবস্থা এমন যে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গী। আমরা বাংলাদেশকে গড়তে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়েছি। আমাদের মতভেদ থাকতে পারে। তবে জাতীয় ঐক্যমতের প্রয়োজনে জনগণের প্রয়োজনে জাতি ঐক্যবদ্ধ রয়েছে। কোন দেশের পরিকল্পনা দিয়ে জুলাইয়ের চেতনা নস্যাৎ করতে পারবে না।
এর আগে তিনটি নির্বাচন হয়েছে। আপনারা ভোট দিতে পারেননি। সুষ্ঠু নির্বাচন ব্যাবস্থা না থাকলে এই হানাহানি থামবে না। আমরা পিআর চাই যেন আর কখনও নতুন করে বাংলাদেশকে কেউ বৃহৎ কারাগারে পরিনত করতে না পারে।