
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখার উদ্যোগে হারানো ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নিজ হাতে উদ্ধারকৃত মোবাইলগুলো মালিকদের মধ্যে বিতরণ করেন।
জানা যায়, জেলা পুলিশের আইসিটি শাখার একটি দক্ষ টিম পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করে দীর্ঘ তদন্ত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোট ৬১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ সুপার বলেন, বর্তমান যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় মানুষ টাকা হারালে যেমন কষ্ট পায়, মোবাইল হারিয়ে গেলে তার চেয়েও বেশি কষ্ট হয়, কারণ এতে থাকে ব্যক্তিগত ছবি, ভিডিও, তথ্য ও ব্যাংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডেটা।
তিনি আরও বলেন, মোবাইল হারিয়ে গেলে অবশ্যই সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে হবে। জিডির একটি কপি আইসিটি শাখায় জমা দিলে আমাদের টিম প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তা উদ্ধারের চেষ্টা করে থাকে।
অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, আইসিটি শাখার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফেরত পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপস্থিত ভুক্তভোগীরা বলেন, আমরা ভাবিনি আমাদের হারানো ফোনগুলো কখনও ফিরে পাবো। জেলা পুলিশের আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর তৎপরতার কারণে আমরা আজ আমাদের ফোন ফিরে পেয়েছি।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এই উদ্যোগকে জেলা পুলিশের মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রযুক্তি এখন পুলিশের অন্যতম হাতিয়ার। আমরা চাই মানুষ পুলিশের প্রতি আস্থা রাখুক এবং যেকোনো বিপদে নির্ভয়ে আমাদের পাশে আসুক।
অনুষ্ঠানের শেষে উদ্ধারকৃত প্রতিটি মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ সুপার তাদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, নিজের মোবাইলের আইএমইআই নম্বর সংরক্ষণ করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। আমরা আছি জনগণের পাশে।