সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

Classic Chemical Industries সফলভাবে লাইভ Odoo ERP-তে — বাস্তবায়নে Metamorphosis Ltd.

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৮, ১৩ অক্টোবর ২০২৫

Classic Chemical Industries সফলভাবে লাইভ Odoo ERP-তে — বাস্তবায়নে Metamorphosis Ltd.

ফাইল ছবি

বাংলাদেশের অন্যতম শীর্ষ Chemical  Manufacturing প্রতিষ্ঠান Classic Chemical Industries সফলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রমে Odoo ERP সিস্টেম চালু করেছে।

এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে দেশের শীর্ষস্থানীয় Odoo Country Partner, Metamorphosis Limited — যারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ERP ও ডিজিটাল সলিউশন বাস্তবায়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

এই ডিজিটাল রূপান্তরের মাধ্যমে Classic Chemical Industries তাদের Manufacturing, Inventory, Purchase, Sales, Accounts & Finance, Commercial (Import), Vehicle Management এবং HRM বিভাগগুলো সম্পূর্ণভাবে অটোমেটেড ও ইন্টিগ্রেটেড করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি এখন আরও দক্ষভাবে ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও রিয়েল-টাইম মনিটরিং করতে পারবে।

এই অর্জনকে বাংলাদেশের Manufacturing খাতে ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Metamorphosis Ltd.-এর ম্যানেজিং ডিরেক্টর সাদিক আলম বলেন,

“এই প্রজেক্টটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। Classic Chemical Industries এর মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে প্রযুক্তির মাধ্যমে তাদের ব্যবসা আরও স্মার্ট, কার্যকর ও সংযুক্ত করতে পেরে আমরা সত্যিই গর্বিত।”

তিনি আরও বলেন,“আমরা বিশ্বাস করি, বাংলাদেশের প্রতিটি ইন্ডাস্ট্রি প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম হতে পারে। Odoo ERP সেই পরিবর্তনেরই একটি শক্তিশালী অংশ।”

অন্যদিকে, Classic Chemical Industries-এর ডিরেক্টর ফাহিম শাহরিয়ার বলেন, “প্রজেক্ট বাস্তবায়নের পুরো সময়ে Metamorphosis Ltd. আমাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমি আমাদের অভ্যন্তরীণ টিম এবং Metamorphosis এর ম্যানেজমেন্ট টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই — যাদের নিরলস পরিশ্রম ও প্রতিশ্রুতির কারণেই এই প্রজেক্ট সফলভাবে হয়েছে।”

প্রকল্প বাস্তবায়নে Metamorphosis Ltd.-এর দক্ষ টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিশেষভাবে প্রশংসিত হয়েছেন জুনায়েদ আহমেদ সজল, যিনি প্রজেক্ট ইমপ্লিমেন্টর হিসেবে নিবেদিতভাবে কাজ করে প্রজেক্টটি সফলভাবে লাইভ পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, Metamorphosis Ltd. বাংলাদেশে Odoo ERP Solution বাস্তবায়নের অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যেই একাধিক বড় শিল্প, Manufacturing এবং Service খাতে সফলভাবে ERP Solution Provide করে আসছে।

এই সফল বাস্তবায়ন বাংলাদেশের Manufacturing খাতে স্মার্ট বিজনেস অটোমেশন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হচ্ছে।