
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতি, গণধর্ষণ, অস্ত্র মামলাসহ ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সজীব ব্লেড সজীবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (১১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামি সজীব (২২) সোনারগাঁ থানার মোঃ শহিদুল্লাহর ছেলে।
এর আগে সন্ধ্যা ছয়টার সময় বন্দর থানার মদনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি সজীবকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি লেজার লাইট এবং একটি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সজীব ব্লেড সজীবের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ, অস্ত্র মামলারসহ ১০ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।