সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না’গঞ্জ ক্লাবের নির্বাচন ২০ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৪৫, ১৩ অক্টোবর ২০২৫

না’গঞ্জ ক্লাবের নির্বাচন ২০ ডিসেম্বর

ফাইল ছবি

ঐহিত্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রোববার (১২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 

এতে ১০ নভেম্বর রাত ৮টার মধ্যে (৩০ সেপ্টেম্বর পর্যন্ত) সদস্যদের যাবতীয় বকেয়া পাওনা পরিশোধ করতে বলা হয়েছে। তফসিল অনুযায়ী ১১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, ১৩ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি জানানো যাবে, ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকার উপর আপত্তির শুনানি ও নিষ্পত্তি, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২২ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ২৬ নভেম্বর আপিল শুনানি ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৭ ও ২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে, ২৯ নভেম্বর ব্যালট ক্রমিক নাম্বারসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং ২০ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা হতে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য  মো: নবী হোসেন, আলহাজ্ব মো: আলী হায়দার, কুতুব উদ্দিন আহমেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান। উল্লেখ্য, সভাপতি পদে ১জন, সিনিয়র সহ-সভাপতি পদে ১জন, সহ-সভাপতি পদে ১জন এবং পরিচালক পদে ৮জন সর্বমোট ১১টি পদে নির্বাচন হবে। প্রতিবছর ডিসেম্বর মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আলহাজ¦ মো: জাকির হোসেন এডভোকেট, সদস্য হিসেবে আলহাজ¦ জি এম হায়দার আলী বাবলু ও শংকর চন্দ্র সাহা দায়িত্ব পালন করবেন।