মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিটি কর্পোরেশনের অবহেলায় নারায়ণগঞ্জ বাসীর দূর্ভোগ: আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৬, ১৩ অক্টোবর ২০২৫

সিটি কর্পোরেশনের অবহেলায় নারায়ণগঞ্জ বাসীর দূর্ভোগ: আবদুল জব্বার 

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার

নগর পরিকল্পা ছাড়া সিটি কর্পোরেশনের যতই উন্নায়ন করুক সাধারণ মানুষের কোন কাজে আসবেনা ১৩ অক্টোবর সোমবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচনা সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

এসময় তিনি আরো বলেন নারায়ণগঞ্জ শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে সেই পরিমান নাগরিক সেবা পাচ্ছে না। আপনার ইতিমধ্যে জানেন প্রতিটি ওয়ার্ডে খাবার পানি, আবাসিক গ্যাস, শাখা রাস্তা গুলোর বেহাল দশা। যা নাগরিক সেবার মধ্যে পরে কিনা সন্ধেহ।

সিটি কর্পোরেশনের কড়া সমালোচনা করে আবদুল জব্বার আরো বলেন সিটির অবহেলায় শহরে দীর্ঘক্ষন যানজটে থাকতে এতে প্রতিদিন নগরবাসীর গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। যা একমাত্র সিটি কর্পোরেশনের সঠিক পর্যাবেক্ষনের অভাবে। শুধু তাই নয় নগরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ফুটপাত। ফুটপাত এখন মূল সড়ক দখল করে আছে। অথচ কর্তৃপক্ষ কিছুই বলেননা। যা খুবই দুঃখজনক। এসময় তিনি আরো বলেন নগর উন্নায়নের জন্য প্রত্যেকটি প্রকল্পে সমন্বিত উদ্যােগ প্রয়োজন।