
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এস.এস.সি ব্যাচ '৯৮ বন্ধুত্বের দৃঢ় বন্ধনকে আরও দৃঢ় করতে প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষার্থীবৃন্দ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চাষারার স্কাই কিচেন রুফটপ রেস্টুরেন্ট "স্টেপ ফরওয়ার্ড" নামের এক অনুষ্ঠানের আয়োজন করে ২৭ বছর আগে এসএসসি পাশ করা শিক্ষার্থীবৃন্দ। লাঞ্চ শেষে বিকালে আলোচনার শুরুতে "স্টেপ ফরওয়ার্ড" প্রোজেক্ট উপস্থাপন করে শরিফুল ইসলাম তুষার, পঙ্কজ দাস, তছলিম রাসেল, সালাহউদ্দিন সোহেল ও মনিরুল মান্না। বক্তারা ২০২৬ইং থেকে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে স্বাবলম্বী প্রোজেক্ট ঘোষণা করেন।
সকলের মতামতের ভিত্তিতে এই প্রোজেক্ট গ্রহণ করা হয়।
এক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু মোঃ এ এইচ আশু বলেন, আজ আমরা নতুন করে একটা প্রোজেক্ট চালু করার ব্যাপারে প্রস্তাব দিয়েছি। কিছু ভিন্নমত থাকলেও বেশীরভাগ বন্ধুরা এটার পক্ষে মত দিয়েছে। আশা করি অতিসত্বর আমরা নতুন এই প্রোজেক্ট চালু করতে পারবো ইনশাআল্লাহ।
৯৮ এর বন্ধু শহিদুল ইসলাম মুন্সি বলেন, অনেক ভালো একটা অনুষ্ঠান করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।
আরেক প্রতিক্রিয়ায় ৯৮ এর বন্ধু রাজিয়া আক্তার লাবন্য বলেন, আশা করি এই উদ্যোগের ফলে আমাদের বন্ধুদের থেকে পিছিয়ে পরা বন্ধুগুলো বেশি উপকৃত হবে।
বিদেশে অবস্থান করা ৯৮ এর বন্ধু খালিদ হোসেন সুমন হোয়াটসঅ্যাপে বলেন, অনুষ্ঠানে না থাকতে পেরে নিজেকে খুব অসহায় লাগছে। মন চাচ্ছিল সকল বাঁধা অতিক্রম করে সবার সাথে আনন্দে মিলিত হই। আমি অবশ্যই এই প্রোজেক্টে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন আয়েশা আক্তার শাপলা, রোকেয়া ইসলাম বন্যা, মমতাজ বেগম, ফাতেমা সুলতানা মনি, ফারহানা রহমান পপি, নাজমা আক্তার, ফাতেমা তুজ জোহরা লেসমী, কামরুন নাহার কলি, নাজমা রহমান মলি, কামরুন নাহার নাসরিন, আমেনা বেগম, ফাতেমা ইয়াসমিন রুবী, ওমর ফারুক, নুরুজ্জামান খান রাসেল, মোহাম্মদ রায়হান সোহেল, ডাঃ কামরুল হাসান সরকার, দেলোয়ার কাজল, মোহাম্মদ মোহসীন, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, এছহাক আলী, মাহামুদুল ইসলাম শাকিল, মাহাবুবুর রহমান, কামাল উদ্দিন, শরিফ হোসেন টুটুল, মজিবুল হায়দার সুজন, জাকির হোসেন, ডাঃ সাইফুদ্দিন মিলন, রমজান আলী, রুহুল আমিন, শফিকুল ইসলাম, শাহিন আহমেদ দিপু, মইনুল ইসলাম সুমন, ইয়াছিন শেখ, মোঃ আল আমিন আলী, নাসির উদ্দিন জুম্মন, শাহাদাৎ হোসেন, মাহাবুবুর রহমান পাপ্পু, সিরাজুল ইসলাম অয়ন, মোঃ জহিরুল ইসলাম, ইমতিয়াজ জনি, ইব্রাহিম খলিল, আল আমিন, জানে আলম, মোঃ ইসহাক, মোঃ সুমন, সেলিম মিয়া প্রমুখ।
বিদেশ থেকে ভিডিও কলে যুক্ত ছিলেন শফিকুল ইসলাম সুমন ও খোরশেদ ফারুক পিয়াল।
নাজমা রহমান মলি, কামরুন্নাহার নাসরিন ও ফাতেমা ইয়াসমিন রুবি এই তিনজন বান্ধুবীর জন্মদিনের উপলক্ষে কেক কাটার আয়োজন ছিল অনুষ্ঠান।
শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া প্রবাসী শফিকুল ইসলাম সুমনের সৌজন্যে তার নবাগত মেয়ে বাচ্চা জন্ম নেওয়ায় সকলকে মিষ্টিমুখ করানো হয়।
পুরটা সময় জুড়ে আড্ডা, ছবি তোলা, পুরনো স্মৃতিচারন, খুশগল্পে মেতে উঠে বন্ধুরা। এ যেন ১৯৯৮ সালে ফিরে যাওয়ার মতই এক ঘটনা।