সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আমরা কখনও বেইমানি করবো না: গিয়াসউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৮, ১২ অক্টোবর ২০২৫

আমরা কখনও বেইমানি করবো না: গিয়াসউদ্দিন

মুহাম্মদ গিয়াস উদ্দিন

এদেশের মানুষ বিএনপিকে যদি আবারও দেশ পরিচালনা করার সুযোগ করে দেয় তাহলে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কখনও বেইমানি করবো না, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন।

রোববার (১২ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা ১০ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বিএনপির প্রতি মানুষ যেমন আস্থাশীল, বিএনপিও মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিতে চাই এদেশের মানুষ বিএনপিকে যদি আবারও দেশ পরিচালনা করার সুযোগ করে দেয় তাহলে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কখনও বেইমানি করবো না। আমরা প্রত্যাশা পূরণে আমাদের সাধ্য অনুযায়ী জীবন দিয়ে হলেও আমরা কাজ করবো।

বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, ভালো মানুষ নিয়ে সংগঠন গড়তে হবে। ভালো মানুষের নেতৃত্ব সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে হবে। ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের নেতৃত্ব দিয়ে কোন দিন দেশবাসীর কোনদিন কল্যাণ করা সম্ভব না।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ বিএনপির সমর্থক। বিগত ফ্যাসিস্ট আমলে আন্দোলন সংগ্রামে আমরা প্রমাণ করেছি যে সব চাইতে বেশি আন্দোলন সংগ্রাম আমরা নারায়ণগঞ্জে করতে পেরেছি। নারায়ণগঞ্জের মানুষ রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে, জনগণের আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ কাউকে ভয় করে না।

গিয়াস উদ্দিন বলেন, প্রিয় নেতা তারেক রহমান প্রনীত বিধ্বস্ত বাংলাকে আবার গড়ে তোলার জন্য, রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং তাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে আগামী দিন কিভাবে দেশ গঠন করতে হবে, দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে আমরা একটা বার্তা দিয়ে যাচ্ছি।

১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মাজেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।