
ফাইল ছবি
চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রি করার সময় বন্দরে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রি নগদ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে চা দোকান মালিক আমির হোসেন (৫৫) ও নরসিংদী জেলার সদর থানার বীরপুর এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দোকান কর্মচারি হৃদয় (২৫)। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোতালেব ভূঁইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২১(১০)২৫। ধৃতদের রোববার (১২ অক্টোবর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টায় বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়িস্থ ধৃত মাদক ব্যবসায়ী আমির হোসেনের চায়ের দোকানে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারি আমির হোসেন চায়ের দোকানের অন্তরালে দীর্ঘ দিন ধরে অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত চায়ের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক আমির হোসেনের দেহ তল্লাশি করে ৬০ পুড়িয়া গাঁজা যার পরিমান ৩৫০ গ্রাম ও কর্মচারি হৃদয়ের দেহ তল্লাশি করে ১০ পুড়িয়া যার পরিমান ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।