সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খানপুর হাসপাতালে ১৫ দালাল গ্রেপ্তার, কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৯, ১৩ অক্টোবর ২০২৫

খানপুর হাসপাতালে ১৫ দালাল গ্রেপ্তার, কারাদণ্ড 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়ে ১৫ জন দালালকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে একথা জানান র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মোঃ আল মাসুদ খান। এর আগে দুপুরে খানপুর হাসপাতালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব-১১।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সদর থানার আব্দুল গফুরের ছেলে মোঃ চিনু ইসলাম (৩৮), ফতুল্লার সোমেদ আলীর ছেলে সোমন মিয়া (২৫), ফতুল্লার রাজ্জাক হাওলাদারের ছেলে কামরুল ইসলাম (৩০), সদর থানার মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মাসুৃম (৪০), সদর থানার আবুল কাশেমের ছেলে মোঃ ফরিদ (২৫), খানপুর এলাকার রাজু মিয়ার ছেলে মোঃ রাজু মিয়ার ছেলে মোঃ রবিন (৩৮), বন্দর থানার মৃত ওয়ালী উল্লাহের স্ত্রী শিউলি আক্তার (৩৫), ফতুল্লার মৃত আলীর স্ত্রী ফরিদা পারভীন (৫২), বন্দর থানার মৃত আজগর আলীর স্ত্রী আম্বিয়া (৪৮), বন্দরের মৃত খলিলুর রহমানের মেয়ে রাজিয়া বেগম (৪৫), বন্দরের খবির হোসেনেী ছেলে কাকুলি আক্তার (৩৬), বন্দরের মৃত মজুবরের স্ত্রী শিউলি (৪০), বন্দরের শাহাদাতের স্ত্রী রোখসানা (৫০), বন্দরের মেহেদী হাসানের স্ত্রী মাকছুদা (২৫)।

র‍্যাব-১১ জানায় গ্রেপ্তারকৃতরা হাসপাতালে আসা রোগীদের ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে ও মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে অতিরিক্ত টেস্ট করিয়ে কমিশন নিয়ে ব্যাক্তিগত ভাবে লাভবান হয়ে আসছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১১ এর সহকারী পরিচালক মোঃ আল মাসুদ খান।