সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ১৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ১৩ অক্টোবর ২০২৫

বন্দরে ১৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বন্দর থানার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওভারব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার হাজী মোঃ আলী নোয়াজের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৫৮) ও সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার রাজা মিয়ার ছেলে মোঃ রফিক (৩৮)।

অভিযানে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন এবং রফিকের কাছ থেকে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম।