
ফাইল ছবি
নারায়ণগঞ্জের গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ তিমজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১।
রোববার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কর্ণেল মোঃ নাঈম উল হক।
এর আগে ১১ অক্টোবর রাত এগারোটার দিকে ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১। এসময় আসামিদের কাছ থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- গাইবান্ধা জেলার সদর থানার রফিকুল ইসলামের ছেলে খোকন (৩৮), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মৃত সেকেন্দারের ছেলে শাহীন (১৯), সিরাজগঞ্জ জেলার শাহজাহান মোল্লার ছেলে নাজমুল (২৪)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা, হেরোইন এবং ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।