
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নারায়ণগঞ্জের বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নিউ তাজমহল হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে রেষ্টুরেন্টটির ফ্রিজে বাসি খাবার ও রান্না করা মাছের সাথে কাচা মাছ মাংস একত্রে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, অভিযানে একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহজাহানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন।