সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সমগ্র কুতুবপুর ইউনিয়নকে সিটির আওতায় আনার দাবি গণসংহতি’র

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৪, ১৩ অক্টোবর ২০২৫

সমগ্র কুতুবপুর ইউনিয়নকে সিটির আওতায় আনার দাবি গণসংহতি’র

ফাইল ছবি

গণসংহতি আন্দোলন কুতুবপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক সাদ্দাম হোসেন এবং সদস্য সচিব নয়ন দাস সংবাদমাধ্যম এক যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, আমরা সম্প্রতি জ্ঞাত হয়েছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকা বর্ধিত করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেক্ষেত্রে তারা ফতুল্লা অঞ্চলের প্রায় পুরোটাই সিটি কর্পোরেশনের আওতায় যুক্ত করার কথা ভাবছেন। শুধুমাত্র কুতুবপুর ইউনিয়নের আংশিক ব্যাতিরেকে। যা খুবই অযোক্তিক এবং বৈষম্যমূলক। 

নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ শহরের এতো কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা ফতুল্লাবাসী সবসময়ই নিগৃহীত। সামান্য বৃষ্টি হলেই এ অঞ্চলের রাস্তাগুলোর দিকে তাকানো যায় না। ফতুল্লার এমনও কিছু অঞ্চল রয়েছে যেগুলো বছরের প্রায় ১১ মাস পানির নিচে থাকে। পৌরসভার অধীনে থাকার ফলে পুরো অঞ্চল বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত। যেহেতু সিটি কর্পোরেশনের এলাকা বর্ধিত করা হচ্ছে তাহলে কেনো কুতুবপুরবাসী সেই সুযোগ থেকে বঞ্চিত হবে। কিছু অঞ্চলকে যুক্ত করে কিছুকে বাদ রাখা সরাসরি বৈষম্য। এমন ভাবনাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা দাবি করছি অনতিবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় সমগ্র কুতুবপুর ইউনিয়নকে যুক্ত করতে হবে। কোন ধরনের বৈষম্য করা চলবে না। আর যদি সেটা না হয় দ্রুতই রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।