
ফাইল ছবি
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নের চূড়ান্ত প্রস্তাবনার গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত না হওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতারা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়িয়ে পড়ে।
বিএনপির প্যাডে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৪ আসনে শাহ্ আলম, নারায়ণগঞ্জ ৫ আসনে আবুল কালাম বিএনপির মনোনয়ন পেয়েছেন বলে দাবী করা হয়।
এদিকে মনোনয়ন চূড়ান্তের বিষয়টি গুজব বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীদের এ ধরনের গুজব বিশ্বাস ও প্রচার করতে নিষেধ করেন তারা।