
ফাইল ছবি
নারায়ণগঞ্জে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কুমারী পূজা। শহরের রামকৃষ্ণ মিশনে প্রতিবছরের মত এবারও শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতি বছরের মত এবারও নারায়ণগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এই পূজায় অংশ নেবেন বলে জানান তিনি।
রামকৃষ্ণ মিশনে আয়োজিত কুমারী পূজায় এবছর কুমারীর আসনে বসবেন ৭ বছরের রাজশ্রী ভট্টাচার্য্য। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হবে।
রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। তিনি মোদগুল্লো গোত্রের। রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ জানান, নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। আমরা একজন কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করি।