রোববার, ১৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ১৯ অক্টোবর ২০২৫

মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

চারজন মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সদর থানাধীন ২ নম্বর রেলগেট এলাকার রেলওয়ে সুপার মার্কেটের পূর্ব পাশে উকিলপাড়া জামে মসজিদের পিছনে রেললাইনের পাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ রেলীবাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৯), নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার দক্ষিণ রেলীবাগান এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. সুমন (২৯), নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার নতুন জিমখানা এলাকার গরিব হোসেনের ছেলে মো. শামীম ওরফে কাইল্যা শামীম (২৮), নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বাবুরাইল বটতলা হাজী বাড়ির ভাড়াটিয়া, মৃত হাচানের স্ত্রী পাখি বেগম (৪৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩.৫ গ্রাম, আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা) এবং ১৫০ পুরিয়া গাঁজা (ওজন ৫০০ গ্রাম, আনুমানিক মূল্য ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় চার আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সদর এলাকার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।