
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিধি বর্ধিত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় ফতুল্লা, কাশিপুর, এনায়েতনগর, কুতুবপুর ও কাঁচপুর আংশিক, গোগনগর, বন্দর উপজিলা অন্তর্ভূক্ত করা হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, উল্লিখিত এলাকাগুলো সিটি কর্পোরেশেরন আওতায় আসাতে সংশ্লিষ্টরা পূর্বের তুলনায় অনেক সুযোগ সুবিধা পাবে।
নেতৃদ্বয় আরো দাবি জানিয়ে বলেন, পুরো কুতুবপুরকে সিটি কর্পোরেশেরন আওতায় আনতে হবে। তাছাড়াও কদম রসূল সেতুর দ্রুত বাস্তবায়ন করতে হবে। শুধু উদ্বোধন-ই যেন এর শেষ না হয়। তাই দ্রুত সেতুর কাজ বাস্তবায়ন নগরবাসী দেখতে চায়।