শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৬, ১৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ 

এর আগে গতকাল রাতে ডিবি পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ দল ফতুল্লার জেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার নূরুল ইসলামের ছেলে মোঃ সোহরাব(২২), ফতুল্লার ইসদাইর এলাকার নূরুল ফকিরের ছেলে মোঃ মিরাজ(২৮), জামালপুর জেলার সদর থানার আব্দুল করিমের ছেলে মোঃ মনজু(৩০), জামালপুর জেলা লর সরিষাবাড়ি থানার মোঃ মজনু ব্যাপারীর ছেলে মোঃ আলমগীর হোসেন(৩২)।

পুলিশ জানায়, কিশোর গ্যাং নামে পরিচিত এসব ছিনতাইকারীরা দীর্ঘদিন যাবৎ সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত দূরপাল্লা গাড়ি থেকে যাত্রীরা নামার পর আক্রমণ করে টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ মালামাল দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায়  আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।