
ফাইল ছবি
ঢাকার মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।
এসময় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার ও নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দাবি জানান তারা।
শুক্রবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, “অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু থামবে কবে?”এই প্রশ্ন আজ দেশের প্রতিটি শিল্পাঞ্চলের শ্রমিকের মুখে। প্রতিবারের মতো এবারও মালিকদের অবহেলা, নিরাপত্তাহীন কারখানা পরিবেশ ও সরকারি তদারকির অভাবের কারণেই ১৬ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি হত্যাকাণ্ড। যারা কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে—সেই মালিক, ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে।
তারা বলেন, শ্রমিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। তারা জানান, সরকারের শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, শিল্প মালিক সমিতি এবং শ্রম পরিদপ্তরের দায়িত্বে অবহেলার কারণেই বারবার শ্রমিকদের জীবন ঝুঁকিতে পড়ছে।
তারা বলেন, শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে শুধু উৎপাদন ও মুনাফা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। আমরা এই অন্যায়ের অবসান চাই। শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন আবু নাঈম খান বিপ্লব, এস এম কাদির, সাইফুল ইসলাম শরীফ, হাসনাত কবির, নুর হোসেন সর্দার, রুহুল আমিন সোহাগ, সোহেল হোসেন, মোফাজ্জল হোসেন, আনোয়ার খান।