
ফাইল ছবি
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা একটি নতুন সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সবাই হবেন মানবিক। দেশের ও সমাজের প্রতি সবার দায়িত্ববোধ থাকতে হবে এবং যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যেতে হবে।
রোববার (১৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা যেন তারা খুব সহজেই পায় এটা আমাদের দায়িত্ব। এজন্য কোন দপ্তরে তালবাহানা চলবে না। আমাদেরকে সৎ হতে হবে, মানবিক হতে হবে, রাষ্ট্র ও সমাজের প্রতি ভালোবাসা থাকতে হবে।
সভায় জেলা প্রশাসক এলজিইডিকে নির্দেশ দেন ডিএনডি খালের ভেতরে থাকা অবৈধ ব্রিজগুলোর তালিকা এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসন কার্যালয়ে জমা দিতে, কারণ এসব ব্রিজের কারণে বর্জ্য ও পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত ও অবৈধ ব্রিজের কারণে খালগুলোতে ময়লা আটকে যাচ্ছে। এসব নিষ্প্রয়োজন ব্রিজ ভেঙে ফেলতে হবে।
এসময় এলজিইডি কর্তৃপক্ষ এক মাস সময় প্রার্থনা করলে জেলা প্রশাসক কঠোরভাবে বলেন, এক সপ্তাহের বেশি সময় দেওয়া যাবে না। খাল পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক করতে হবে।
তিনি সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে কোথায় কোথায় মাছ চাষের উপযোগী জায়গা আছে, তার পূর্ণাঙ্গ তালিকা আমাকে দিতে হবে। আমি চাই খালের ভেতরে মাছ চাষের ব্যবস্থা করা হোক। খাল পরিষ্কার করে সেটিকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে।
এছাড়া তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দিয়ে বলেন, আপনি নতুন এসেছেন, এই জেলার প্রতিটি কৃষক যেন সঠিকভাবে সার, বীজ ও কীটনাশক পান এটা নিশ্চিত করবেন। কোনো দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না। যেখানে ধান চাষের উপযোগী জমি সেখানে ধান চাষ করতে হবে, যেখানে সবজি চাষ করা যাবে সেখানে সবজি চাষ করতে হবে। কৃষকদের প্রতি আপনারা দায়িত্বশীল হোন।
জেলা প্রশাসক জানান, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায় দুটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে, যা কৃষি ও গ্রামীণ জলসম্পদ ব্যবস্থাপনায় সহায়ক হবে।
সভায় উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের প্রতি জেলা প্রশাসক আরও বলেন, যার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ দিয়ে সম্পন্ন করতে হবে। রাষ্ট্রের উন্নয়ন একা সম্ভব নয়, এজন্য প্রতিটি দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।
এসময় তিনি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দেন। সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন।
সভায় হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, চিকিৎসা সেবার মান উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য প্রদান, ভোটার তালিকা হালনাগাদ করা, সার্বজনীন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার করা, মৎস্য চাষে আগ্রহ সৃষ্টি, এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। সভা শেষে জেলা প্রশাসন গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি) মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফারজানা শান্তা, জেলা আনসার কমান্ডার নাইমা ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা পরিষদ কর্মকর্তা, ডেপুটি জেলার, উপজেলা নির্বাহী অফিসারগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।