শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ শিশু সিলেটে উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১১, ১৭ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ শিশু সিলেটে উদ্ধার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের শিশুকে সিলেট থেকে উদ্ধার করেছে পিবিআই।

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর এসপি মোঃ মোস্তফা কামাল রাশেদ।

এর আগে গত ১৬ অক্টোবর সিলেট জেলার কোতোয়ালী থানার কাজিটোলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পিবিআই।

গত ৩ অক্টোবর সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড এলাকা থেকে বাদী নাজমা বেগমের একমাত্র মেয়ে নিখোঁজ হয়। এঘটনায় তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারন ডায়রী করেন। নিখোঁজ ডায়রীর বিষয়ে থানা পুলিশ ও সংশ্লিষ্ট র‍্যাব ইউনিট তদন্ত শুরু করেন। এর একপর্যায়ে বাদীনি পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে হাজির হয়ে বাদী তার নিখোঁজ শিশু সন্তানকে উদ্ধারের বিষয়ে আইনগত সহায়তা চান। পরবর্তীতে গত ১৬ অক্টোবর বিকেলে সিলেট জেলার কোতয়ালী থানার মো: মাহবুব হোসাইনের বাড়ির ভাড়াটিয়া মোঃ রতনের ভাড়াটিয়া ঘর হতে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে পিবিআই।

নিখোঁজ শিশুটিকে তার মা নাজমা বেগমের কাছে হস্তান্তর করে সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে পিবিআই।