শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

|

কার্তিক ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহযোগিতা

ফ্রি মেডিকেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে "সবার জন্য স্বাস্থ্য" ও "সার্বজনীন চিকিৎসা" ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বারদী হাই স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  

নারায়ণগঞ্জ- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও 

সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায়, দুস্থ ও অস্বচ্ছল ব্যক্তিদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। 

অনুষ্ঠানে বারদী ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।  

এসময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো শহীদ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুবেল নিলয়, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, সোনারগাঁ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন প্রমুখ। 

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপি মানুষের কল্যাণের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসে। অসহায় মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রয়েছে।  আওয়ামী লীগের শাসন আমলে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে লুটপাট হয়েছে। অসহায় মানুষ চিকিৎসা বঞ্চিত হয়েছেন। বিএনপির আগামীতে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে চিকিৎসা কার্ড প্রদান করবে। ফলে সাধারণ মানুষ তাদের চিকিৎসা সেবার অধিকার ফিরে পাবেন।