
সাহেব আলী গ্রেপ্তার
নারায়ণগঞ্জোর সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলীকে (৩৮) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একথা জানায় র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
গ্রেপ্তারকৃত আসামি সাহেব আলী (৩৮) সিদ্ধিরগঞ্জ থানার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ জানায়, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী। সাহেব আলী তার বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ এলাকায় অস্ত্রসহ শোডাউন, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এছাড়াও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় মাদক বিক্রির কাজের সাথে জড়িত ছিল। তার অপকর্মে বাঁধা দেয়ায় অনেকের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে এই সাহেব আলী।
সাহেব আলীকে এর আগেও কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা এত সহজ ছিল না। সাহেব আলীকে গ্রেপ্তার করতে গেলেই তার বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যেতেন তিনি। এই সংক্রান্ত ঘটনায় সাহেব আলীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
গত ১৫ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সাহেব আলীকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মান্নান ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সাতটি ডাকাতি, দুইটি মাদক, একটি নারী ও শিশু নির্যাতন, দুইটি নাশকতা, তিনটি সন্ত্রাসবিরোধী আইন ও সরকারি কাজে বাধা দেয়ার পাঁচটি মামলাসহ বিশটি মামলা রয়েছে।
এঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব-১১।