রোববার, ১৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাসূলের আর্দশ অনুসরণ করতে হবে: শামসুল হক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫১, ১৯ অক্টোবর ২০২৫

রাসূলের আর্দশ অনুসরণ করতে হবে: শামসুল হক

বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও মেধা পুরুষ্কার প্রদান

জ্ঞানের আলোয় আলোকিত হতে আর্দশ শিক্ষার বিকল্প নেই ১৯ অক্টোবর রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আর্দশ স্কুল মিলনায়তনে বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও মেধা পুরুষ্কার প্রদান করা হয়েছে।

দশম শ্রেনীর শিক্ষার্থী মারজান আল বান্নার পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে সাংস্কৃতিক শিক্ষক মো মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন শুধু শিক্ষা অর্জন করলেই হবেনা। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ইসলামিক সংস্কৃতিতেও অবদান রাখতে হবে। এজন্যই আমাদের প্রত্যেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই রাসূলের আর্দশ অনুসরণ করতে হবে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাসুদ করিম মোল্লা, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার আবুল খায়ের ও রবিউল আলম খান।

অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক  মাওলানা নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো ফরিদ উদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মো তোফাজ্জল হোসাইন, হাফেজ কামরুল হোসাইন, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।