শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

|

কার্তিক ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৯, ১৮ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও অন্যান্য মাদক দ্রব্যসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে খানপুর সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলে, নাসিম বিল্লাহ ওরফে নাসিম , মোঃ সাঈদ,  মোঃ সাইদুল ,ইসলাম , মোঃ রাজীব , মোঃ সাগর ,মোঃ রমজান হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি টিম খানপুর সরদারপাড়া দরদী হাউজিং গলিপথে জনৈক শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৬ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১২.২০ গ্রাম, আনুমানিক মূল্য ৩৬,৬০০ টাকা), ৬টি স্বচ্ছ পলিজিপার, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিল। তারা দলবদ্ধভাবে ইয়াবা বিক্রির পাশাপাশি অর্থ লেনদেনেও সহযোগিতা করত।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পলাতক দুই আসামির বিরুদ্ধে একই মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।