
ফাইল ছবি
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর ২০২৫) রাতে সদর উপজেলার মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, বরিশাল জেলার মুলাদী থানার মফছের আকনের ছেলে মোঃ অহিদুল ইসলাম ওরফে জাফর (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি টিম মন্ডল পাড়া মাইক্রো স্ট্যান্ডের পশ্চিম পাশে, নতুন জিমখানার উত্তর পাশের কর্নারের লেকপাড়ের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন অবস্থায় একজনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকাটিতে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিল। তিনি নিয়মিতভাবে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ ও বিক্রির কাজ করতেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির হোসেন বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।