
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উনিশ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গতকাল বিকেলে মেঘনা টোল প্লাজা দুই মোটরসাইকেল আরোহী পালানোর সময় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- বন্দর থানার ইস্পাহানি এলাকার বির আহম্মেদের ছেলে মোঃ শাহরিয়ার মাহমুদ (৩৫), সোনারগাঁ থানার বারদী ইউনিয়নের আঃ সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অদ্য আদালতে সোপর্দ করা হয়েছে।