
মতবিনিময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ।
শনিবার (১৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকার তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে বাদ যোহর এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় মামুন মাহমুদ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোদ্ধা হিসেবে আমি মনে করি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। আমি বিশ্বাস করি, তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের সাথে এভাবে বসার সুযোগ পাইনি। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম তুলে ধরেছেন।
তিনি বলেন, আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ -৩ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। সীমানা নির্ধারণ হওয়ার আগে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা নিয়ে নারায়ণগঞ্জ -৪ সংসদীয় আসন ছিলো। তখন আমি ঐ আসনেও নির্বাচনী প্রচার প্রচারণা করেছি। তাই দল আমাকে যেই আসন থেকে মনোনয়ন দেয় আমি সেই আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। এসময় তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্তি করে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে জনগণের পাশে থেকে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিকরা তাদের কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং একজন জনপ্রতিনিধির কাছে গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় সিদ্ধিরগঞ্জের সাংবাদিকবৃন্দ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।