শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

|

কার্তিক ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: এডিসি আলমগীর হোসাইন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪২, ১৮ অক্টোবর ২০২৫

দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: এডিসি আলমগীর হোসাইন 

আলোচনা সভা

 

সুদীর্ঘ পথচলায় ঐক্য ও অঙ্গীকারের প্রথম বছর পূর্ণ করলো বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটি। এই উপলক্ষে শনিবার [১৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ] দুপুরে নারায়ণগঞ্জ শহরের হিমালয় চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য "১ম বর্ষ উৎসব, শপথ বাক্য, সম্মাননা প্রদান ও আলোচনা সভা"।

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির প্রতিষ্ঠাতা সংগ্রামী সভাপতি মোঃ মুকবিল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জলিল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন ডিসি তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব লোকমান আহাম্মদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম। 

১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত পাঠ করেন ইমাম ও খতিব আগারগাঁ তালতলা ওয়াকফ্ জান্নাত জামে মসজিদের  হাফেজ মাওলানা মুফতী মো আবুল বাশার।
​অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সকল সদস্যকে সত্য, নিষ্ঠা ও পেশাগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকার শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ইসহাক কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয় এবং কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়।​ আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি এই সমিতির ঐক্য ও প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, আপনাদের সেবা আমরা প্রতিদিন কাজের শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে থাকি। আপনাদের সবসময় ব্যস্ত থাকতে হয়,তারপরও আপনারা চাইলে সপ্তাহে একটা দিন বের করে সবাই একসাথে হয়ে একটু আনন্দ করতে পারেন। আমরা অতি শীঘ্রই আপনাদের জন্য একটা রুমের ব্যবস্থা করবো,
আপনাদের ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।"সর্বোপরী এই সংগঠনের সাফল্য কামনা করছি। 

​সভাপতির বক্তব্যে মোঃ মুকবিল হোসেন বলেন, এই সমিতি সরকারি গাড়িচালক সমিতির অধিকার আদায় ও কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। আগামী দিনেও আমরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখব। আমাদের সার্বিক ভুল ত্রুটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানাচ্ছি। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির। এছাড়াও সমিতির কার্যক্রমের প্রশংসা করে নারায়ণগঞ্জ গাড়ি চালক সমিতির সদস্যরা বলেন, সরকারি গাড়িচালকদের বিভিন্ন সমস্যা নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৯৬৩ সাল থেকে সরকারি অনুমোদিত, কিন্তু দূর্ভাগ্যবশত এতোদিন নারায়ণগঞ্জে কোনো কমিটি ছিলো না, বর্তমান সভাপতি এবং আমাদের নিরলস প্রচেষ্টায় ১৯ অক্টোবর ২০২৪ থেকে আজ ১৮ অক্টোবর ২০২৫ এক বৎসর পূর্ণ হলো। বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় হাবিবুর রহমান সুজনকে এবং দক্ষ সংগঠক হিসাবে শুভেচ্ছা স্মারক দেওয়া হয় , দক্ষ সাংগঠনিক স্মারক প্রদান করা হয় মোঃ শফিউল আলম, মিজানুর রহমান, দেওয়ান মোঃ মোশারফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ শফিউল আলম,সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন সহ নারায়ণগঞ্জ সরকারি গাড়ি চালক সমিতির  অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।