রোববার, ১৯ অক্টোবর ২০২৫

|

কার্তিক ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্ত্রীর জানাযায় যুবলীগ নেতা : জেলখানা আমার জন্য নেয়ামত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৮, ১৯ অক্টোবর ২০২৫

স্ত্রীর জানাযায় যুবলীগ নেতা : জেলখানা আমার জন্য নেয়ামত 

ফাইল ছবি

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান বলেছেন, জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি। এখন নিয়মিত নামাজের পর কোরআন শরিফ পড়ি এবং অর্থ বুজার চেষ্টা করি। 

রোববার সন্ধ্যায় মুন্সিগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে ফতুল্লার সস্তাপুরে স্ত্রী ডাক্তার গোলশান আক্তার বানুর জানাযার নামাজে এসে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কোন দোষ করেনি। দেশের জন্য দেশবাসীর জন্য সারাজীবন জেল খেটেছেন। আমিও কোন দোষ করিনি। কাউকে মারিনি হত্যা করিনি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই জেলখানায় কোরআন পড়া শিখেছি। মুক্তির পর আবারো জনসেবা করবো।

শাহজানান খানের ছোট ভাই ফজলুল করিম খান বলেন, ২৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ইফতার পার্টি থেকে শাহ জাহান খানকে পুলিশ গ্রেফতার করেন। গ্রেফতারের আগে থেকেই তার স্ত্রী গোলশান আক্তার বানু নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার দুই পুত্র সন্তান দেশের বাহিরে থাকায় স্ত্রীর চিকিৎসা ও সেবাযত্ন করতেন শাহজাহান খান নিজেই। গ্রেফতারের পর সটিক চিকিৎসা ও সেবাযত্ন না পাওয়ায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, শাহ জাহান খান মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি একাধীক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিবারের আবেদনে শাহজাহান খান প্যারোলে দুই ঘন্টার জন্য মুক্তি পেয়েছেন। তার স্ত্রীর দাফন শেষে ফের মুন্সিগঞ্জ কারাগারে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও ফতুল্লা সহ ভিবিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যাসহ একাধীক মামলা রয়েছে।