গাজী সালাউদ্দিন
নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে চোখ হারানো ও গুলিতে আহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন মারা গেছেন।
রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার (২৭ অক্টোবর) সকাল দশটায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সম্মুখ সারিতে থেকে লড়াই করেছিলেন তিনি। আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন সালাউদ্দিন। গুলির স্প্রিন্টারের আঘাতে নিজের চোখ হারান তিনি।
সালাউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় শরীরের আরও কয়েক স্থানে গুলির স্প্রিন্টার লেগে আহত হয়েছিলেন তিনি। একটি গুলির স্প্রিন্টার তার গলার দীর্ঘদিন যাবৎ আটকে ছিল। গলায় আটকে থাকা এই অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসকরা জানায় সেই স্প্রিন্টার থেকেই সৃষ্ট শ্বাসকষ্টে তিনি মারা যান।
এর আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় সিদ্ধিরগঞ্জে নিজ এলাকায় সালাউদ্দিনকে একটি মুদি দোকান দেওয়া হয়। সালাউদ্দিনের মৃত্যুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও বৈষম্য বিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন তার ছেলে রাতুল।

