ফাইল ছবি
নারায়ণগঞ্জে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও বাজার সিন্ডিকেট প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ে অবহিতকরণ শীর্ষক মতবিনিময় সভা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও প্রতিযোগিতা কমিশনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, আমাদের দায়িত্ব হলো বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নিজেদের স্বার্থে জনগণের ক্ষতি করতে না পারে, সে জন্যই প্রতিযোগিতা কমিশন কাজ করছে। সৎ ব্যবসায়ীদের আমরা সবসময় সহযোগিতা করব, তবে যারা ভোক্তাদের ক্ষতি করে অবৈধভাবে মুনাফা করতে চায়, তাদের ছাড় দেওয়া হবে না।
ড. আখতারুজ্জামান আরও বলেন, আমরা দেশের বিভিন্ন স্থানে বাজার পর্যবেক্ষণ করছি, অভিযোগ পেলে তদন্তও করছি। ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগ ব্যবসায়ীই সৎভাবে ব্যবসা পরিচালনা করেন। কেবল যারা সিন্ডিকেট তৈরি করে অন্যায়ভাবে দাম বাড়ায়, তারাই আইনের আওতায় আসবে।
তিনি উল্লেখ করেন, একটি টেকসই ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তুলতে হলে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তা তিন পক্ষকেই দায়িত্বশীল হতে হবে। কেউ বাজার নিয়ন্ত্রণ করবে, আর জনগণ কষ্ট পাবে এমন ব্যবস্থা চলতে দেওয়া হবে না।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা অপরিহার্য। সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই।

