ফাইল ছবি
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন আয়তন অনুয়ায়ী খুবই ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। নারায়নগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডের দেওভোগ আখড়া এলাকায় অবস্থিত নারায়নগঞ্জের সর্ববৃহৎ জিউস পুকুর টি একসময় ছিল এই এলাকার ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সর্বসাধারন মানুষের অজু,গোসল, হিন্দুধর্মের মানুষের বিয়ে পূজা-পার্বন সহ নিত্যদিনের সকল প্রকার ধোয়া পোঁছার জন্য প্রয়োজনীয় পরিস্কার পানির এক বিশাল উৎস।সেই ঐতিহ্যবাহী জিউস পুকুরটি এখন ভূমিদস্যদের দখলে। রাষ্ট্রীয় আইন প্রণয়নের মাধ্যমে যেখানে দেশব্যাপী জলাশয় ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে,সেখানে নারায়নগঞ্জ মহানগরের সর্ববৃহৎ এই জিউস পুকুরটি কিভাবে এখনো ভূমিধসুদের দখলে...? এই অবৈধ দখলদাররা দিন দিন পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলে ঐতিহ্যবাহী এই পুকুরটিকে একটি ময়লার ভাগাড়ে পরিণত করেছে,যার কারনে এই পুকুরটি মানুষের ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে এবং এই পুকুরটি এখন শহরের সবচাইতে বড় ডেঙ্গু ও চিকনগুনিয়া'র জীবাণুবাহী মশার প্রজননক্ষেত্র। যার ফলে দুঃখজনক ভাবে নারায়নগঞ্জের বেশ কিছু এলাকা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত ডেঙ্গু মহামারীর রেডজোন হিসাবে চিহ্নিত হয়েছে। কিছু দিন আগে জিউসপুকুরের পার্শ্ববর্তী বিদ্যা নিকেতন হাই স্কুলের ৪ জন শিক্ষার্থী সহ আশেপাশের এলাকায় ২৫/৩০ জন নাগরিক ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। দিন দিন নারায়নগঞ্জ শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বাড়ছে। তাই নারায়নগঞ্জ শহরবাসী কে এই ডেঙ্গু মহামারী'র ভয়াবহতা থেকে রক্ষা করতে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন কতৃক ঐতিহ্যবাহী জিউস পুকুর টি পরিস্কার করার জন্য নারায়নগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফলতম সভাপতি ও নারায়নগঞ্জ মহানগর বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা জাকির খাঁন এর নির্দেশে আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনের রাস্তায় একটি মানব বন্ধন করা হয়েছে। মানব বন্ধন শেষে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ কবির হোসেন খাঁন নারায়নগঞ্জের সর্বস্তরের জনগনের পক্ষ থেকে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রশাসক এর কাছে একটি স্মারক লিপি দিয়ে বিষয়টি তাকে অবহিত করেছেন,যার অনুলিপি নারায়নগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার কে দেওয়া হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক মোঃ আল-আমিন খাঁন এর সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, একের পর এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই মৃত্যুর মিছিল ঠেকাতে হবে। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন আয়তন অনুয়ায়ী খুবই ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিশিষ্ট পরিবেশবীদ এ্যাডঃ এ.বি সিদ্দিক, আলেচিত বিশিষ্ট সমাজ কর্মী ফারহানা মানিক মোনা,দেওভোগ ভূইয়ার বাগ মাদ্রাসার মুহতামীম মাওলানা আবু বক্কার সিদ্দিক, দেওভোগ রামসীতা আখড়ার পূজারী শ্রী শ্যামল মহারাজ,দেওভোগ লক্ষীনারায় আখড়ার পূজারী শ্রী দীপঙ্কর মহারাজ, বিশিষ্ট সমাজ সেবক সলিমুল্লাহ করিম সেলিম,বিশিষ্ট সমাজ সেবক মেহেদী হাসান লিটন, বিশিষ্ট সমাজ সেবক সালেহ আহামেদ রনি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মশিউর রহমান চৌধুরী মশু,বিশিষ্ট সমাজ সেবক এজাজ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জুয়েল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজির আহাম্মেদ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূর হানিফ,বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান জিয়া,বিশিষ্ট সমাজ সেবক রাকিব হাসান রাজ। উক্ত মানব বন্ধনে বিদ্য নিকেতন হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক, মাদ্রাসা ইশা'আতুল কোরআন ওয়াস্ সুন্নাহ্ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক সহ শহরের সকল স্তরের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

